শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনার জেরে কসবায় ১জনের মৃত্যু-আহত তিন

khun-las-300x232ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিনাউটি ইউপির গাববাড়ি গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় কবুতর নিয়ে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত বাড়িঘর ভাংচুর সহ তিনজন আহত হয়েছে। গত ৩১ মার্চ কসবা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে পরে একটি কবুতর নিয়ে তুচ্ছ ঘটনার জেরে বিএনপি সমর্থিত মোখলেছ মুন্সি সহ অন্যান্যরা আওয়ামীলীগ সমর্থিত আব্দুল ছালামের পরিবারের উপর গত শুক্রবার বেলা ২টায় হামলা চালায়। এসময় একই পরিবারের ৪জনকে কুপিয়ে গুরুতর আহতসহ তাদের বাড়ি ঘর ভাংচুর করে। আহতদেরকে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে  ৬ এপ্রিল শনিবার সকাল ৬টায়  এ ঘটনায় আহত মিনার হোসেন (১৪) মারা যায়। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মিনারের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় চেয়ারম্যান এস এম দুলাল সহ কসবা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গ্রামবাসী মিনার হত্যারকারীদের ফাঁসীর দাবী জানান। কসবা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া জানান নিহত মিনারের পক্ষে আব্দুল আলীম বাদী হয়ে মোখলেছ মুন্সীসহ ১০জনকে আসামী করে মামলা হয়েছে । মামলা নং ১১,তারিখ ৫-৪-২০১৪ ইং । আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রয়েছেন । এলাকাবাসী জানান উপজেলা নির্বাচনী জের ধরে এই হত্যা কান্ড হয়েছে। এই হত্যাকান্ডকে কেন্দ্র করে গ্রামে বড় ধরনের অঘটন ঘটতে পারে এমন আশংকা অনেকের।  করছেন। হত্যা ঘটনায় জড়িত  মোখলেছ মুন্সী সহ অন্যান্যরা পালিয়ে গেছে বলে এলকাবাসী জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর