মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার ৭৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Upzila-electionডেস্ক রিপোর্ট :

চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি উপজেলায় ৭৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 


এদিকে, এসব এলাকায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  


ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৮ জন। তাদের মধ্যে আখাউড়ায় ৫ জন ও নাসিরনগরে ৩ জন। এই দুই আসনে মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ২৬৪ জন। 


আখাউড়া উপজেলায় মোট ভোটার ৮৮ হাজার ২৯৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৩২৪ এবং নারী ভোটার ৪৪ হাজার ৯৭২ জন। অপরদিকে নাসিরনগর উপজেলায় মোট ভোটার এক লাখ ৮৯ হাজার ৩১২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৪ জন এবং নারী ভোটার ৯৩ হাজার ১১৮ জন।


 

দুই উপজেলার ১১৩টি কেন্দ্রের ৭৮৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে  ১১৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৬৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক হাজার ৫৭২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।





ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, হাওড় অঞ্চল হওয়ায় নাসিরনগর উপজেলায় ৪ শতাধিক পুলিশ ও ৯শ’ আনসার বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া আখাউড়ায় ২৩০ জন পুলিশ ও ৪৬৮ জন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩১টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। 





ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লাল জানান, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবগুলোই কেন্দ্রকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

বাংলানিউজ


 

এ জাতীয় আরও খবর

তারেককে অপছন্দকারীরা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনো সুষ্ঠু নির্বাচনের সুযোগ আছে : নজরুল ইসলাম

টাইব্রেকারে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে ফাইনালে জার্মানি

অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড

যুদ্ধাপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার

প্রথম দিন শেষে টিকে থাকল বাংলাদেশ

৩০০ আসনেই কি নৌকার প্রার্থী, যা জানালেন ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে আসলে সময়ের মধ্যেই আসতে হবে : ইসি রাশেদা

রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ

সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেয়া হবে : কাদের

দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মুমিনুলের পর জয়ের বিদায়, টাইগারদের ছন্দপতন