টর্নেডো ব্যাটিং করে নেদারল্যান্ড সুপার ১০ এ।
টি-২০ ওয়ার্ল্ডকাপ ২০১৪ এর বেষ্ট খেলাটা মনে হচ্ছে চলে গেছে। যারা দেখেননি তারা মিস করেছেন।
খেলা হয়েছে আয়ারল্যান্ড VS নেদারল্যান্ড VS জিম্বাবুয়ের মধ্যে।
আয়ারল্যান্ড করেছে ১৮৯/৪। নেদারল্যান্ডের জিততে হবে ১৪.২ ওভারে। এবং সেইভাবেই তারা খেলেছে।
আয়ারল্যান্ড জিতলে তারা খেলবে মুল পর্বে।
১৪.২ ওভারে জিততে পারলে নেদারল্যান্ড খেলবে মুল পর্বে।
১৪.২ এর পরে গিয়ে নেদায়ল্যান্ড জিতলে জিম্বাবুয়ে খেলবে মুল পর্বে।
টর্নেডো ব্যাটিং করে নেদারল্যান্ড সুপার ১০ এ।