ট্রাক্টর উল্টে নিহত -১, আহত -১
নাসিরনগর,প্রতিনিধি :: বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কের আশুরাইল নামক স্থানে একটি বালু ভর্তি ট্রাক্টর উল্টে খাদে পরে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে নিহতের নাম মোঃ রফু মিয়া(৪২)। তার গ্রামের বাড়ি বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর(খার বাড়ি) । পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম জানা যায়নি। নম্বর বিহীত ট্রাক্টরটি দুমড়ে মুচরে পরে রয়েছে। নাসিরনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
নাসিরনগর থানার অফিসার ইনসার্চ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং এখন পর্যন্ত কোন মামলা হয়নি।