ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরে চাপায় নুরুল আমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল আমিন জালালপুর গ্রামের দুলা মিয়ার ছেলে ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, দুপুর দেড়টার দিকে একটি মাটিবাহী ট্রাক্টর জালালপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় শিশু নূরুল আমীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ ট্রাক্টরটিকে আটক করতে পারলেও ঘাতক চালককে আটক করতে পারেনি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।