সরাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, একই পরিবারের চারজনসহ নিহত ৫
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতরা সবাই অটোরিকশা যাত্রী। উপজেলার ইসলামাবাদের গোগত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের মো. শাহজাহান মিয়া (৪৫), তার স্ত্রী রওশন আরা (৩৫), ছেলে আশরাফুল (৮) ও মেয়ে রত্না (৬) এবং অটোরিকশাচালক একই উপজেলার দেওড়া গ্রামের মো. আবুল হাসেম। নিহতদের মধ্যে তিনজনের লাশ পুলিশের কাছে আছে।
সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, বিকেল সোয়া ৫টার দিকে শাহবাজপুর অভিমুখী অটোরিকশাকে পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক পাশ কাটতে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যায়। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।