মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের পরও যাত্রীদের ফোন বেজেছে কেন—প্রশ্ন স্বজনদের

53202514af5c6-Malaysia-phone-1মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হওয়ার পরও যাত্রীদের ফোনে রিং হয়েছে—স্বজনদের এমন দাবি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বিমানটি নিখোঁজের পাঁচ দিনের মাথায় চীনের বেইজিংয়ের একটি হোটেলে প্রথমবারের মতো যাত্রীদের স্বজনের সঙ্গে দেখা করে এ কথা বলেন চীনে নিযুক্ত মালয়েশীয় রাষ্ট্রদূত ও এয়ারলাইনসটির প্রতিনিধি।



প্রিয়জনের খবরের জন্য ওই হোটেলে ৩০০ জনের মতো স্বজন দীর্ঘ অপেক্ষায় ছিলেন। মালয়েশিয়ার প্রতিনিধিদের পেয়ে এক স্বজন জানতে চাইলেন, নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের পাইলটদের কাছ থেকে শোনা সর্বশেষ কথা কী ছিল?



জবাবে জানানো হয়, বিমানটি তখন মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যবর্তী আকাশসীমায় দক্ষিণ চীন সাগরের ওপরে ছিল। তাঁরা আরও জানান, বিমানটি চলার সময়কার পথ বাতলে দেওয়ার দায়িত্ব মালয়েশিয়ার নিয়ন্ত্রণকক্ষ থেকে তখন ভিয়েতনামের নিয়ন্ত্রণকক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। বিষয়টি পাইলটদের জানানো হলে উত্তরে তাঁরা বলেন, ‘ঠিক আছে, বুঝতে পেরেছি।’

এরপর স্বজনেরা বলেন, তাঁরা কয়েকজন বিমানটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পর্যন্ত প্রিয়জনের কাছে ফোন করেছেন। সেই ফোনে ক্রমাগত রিং বেজেছে। জবাবে মালয়েশিয়ার প্রতিনিধিরা জানান, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

একই সঙ্গে স্বজনেরা জানতে চান, বিমানটির সন্ধানে স্থলভাগে কোনো ধরনের তল্লাশি চালানো শুরু হয়েছে কি না? কিংবা মালয়েশিয়ার কর্মকর্তারা কোনো ধরনের তথ্য গোপন করছেন কি না?

বিবিসির খবরে বলা হয়, স্বজনদের সঙ্গে মালয়েশিয়ার প্রতিনিধিদের এই আলোচনায় বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। তবে চীনের সংবাদমাধ্যমের সাংবাদিকেরা সেখানে উপস্থিত ছিলেন। ইন্টারনেটে প্রকাশিত তাঁদের খবরের তথ্যের ভিত্তিতে জানা গেছে, চীনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত ইস্কান্দার সারুদিন স্বজনদের উদ্দেশে বলেছেন, ‘এ সমস্যা সমাধানে মালয়েশিয়া তাদের সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি নিশ্চয়তা দিচ্ছি। আপনারা যেসব প্রশ্ন উত্থাপন করেছেন, সেগুলো মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানানো হবে। তাঁদের কাছ থেকে জবাব পাওয়ার পর এ ব্যাপারে আপনাদের অবহিত করা হবে। ইন্টারনেট থেকে পাওয়া অসমর্থিত কোনো খবরের কথা আপনাদের জানাব না। আমাদের বিমান চলাচল মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেইজিংয়ে আপনাদের কাছে থাকবেন এবং সর্বশেষ অবস্থা সম্পর্কে নিয়মিত আপনাদের জানাবেন।’

গত শুক্রবার মধ্যরাতে মোট ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। মালয়েশিয়া এয়ারলাইনসের প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, উড়োজাহাজে সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের। ভিয়েতনামের দক্ষিণে জলসীমায় যাওয়ার পর রহস্যজনকভাবে বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর এই পাঁচ দিনে ২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে উড়োজাহাজটিকে। গতকাল মঙ্গলবার চীনও ১০টি স্যাটেলাইট মোতায়েন করেছে।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি