মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন-১৪২০ অনুষ্ঠিত

brahmanbaria-42“সার্থক জনম আমার জন্মেছি এই দেশে” এই শ্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন। গত ২২ ফেব্র“য়ারী সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও আবৃত্তি বিভাগের পরিচালক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কোষাধ্যক্ষ সোহরাব উদ্দীন এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সঙ্গীত শিল্পী সন্ধ্যা রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ আহমদ আল মামুন। আলোচনা পর্বের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ অরুণাভ পোদ্দার বলেন- রবীন্দ্রনাথ চির ভাস্বর হয়ে থাকবেন বাঙালির হৃদয়ে, বাঙালির মননে, রবীন্দ্রনাথের চেতনা আলোক বর্তিকা হয়ে থাকবেন বাঙালির প্রতিটি সংকট মুহূর্তে। প্রধান অতিতি জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন-রবীন্দ্রনাথ শুধু সাহিত্যেই নয়, সমাজ সচেতনতা ও কৃষি বিপ্লবের মাধ্যমেও পল্লী উন্নয়নে সহায়তা করেন। রবীন্দ্রনাথ তার নোবেল পুরস্কারের টাকা সেই সময় কৃষকের মধ্যে কৃষি ঋণ বিতরণ করেন। উদ্বোধক সোহরাব উদ্দীন বলেন-জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ শুধু রবীন্দ্র চার্চই নয়, বাঙালি মরমী কবিদের চেতনা বিকাশে সাহয্য করছে। নজরুল, লালন, হাসনরাজার মত কবিদের চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সহায়তা করছে। বিশেষ অতিথি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক মনসুরা বেগম তার ভাষণে বলেন-শুধু লোক দেখানো রবীন্দ্র চর্চাই নয়, চেতনাতেও রবীন্দ্রনাথকে ধারণ করতে হবে, নইলে নিজেকে ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। সভাপতি ডঃ আহমদ আল মামুন তার বক্তব্যে বলেন নিজেকে পরিশুদ্ধ করা ও আত্মাকে আত্ম-শুদ্ধির জন্য রবীন্দ্রনাথের বিকল্প নেই। সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য তিনি সমস্ত কর্মী, জেলা প্রশাসক, স্থানীয় শিল্পকলা সহ ঢাকা ও কুমিল্লা থেকে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সম্পাদক আব্দুর নূর, উদিচী শিল্পী গোষ্ঠির ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক জহিরুল ইসলাম স্বপন ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন। পরিশেষে বসন্তের সন্ধ্যায় রাগ কাফী পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন ওস্তাদ আফজালুর রহমান খানের সুযোগ্য কন্যা রুবা রহমান, অন্তরা রহমান টুং টাং এর সরোদ ও বেহলার দ্বৈত বাদনের মাধ্যমে। সমবেত গান পরিবেশনায় ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দ। স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশনায় ছিলেন পীযূষ কান্তি আচার্য, মণিকা আচার্য, পপি দেবনাথ, সোমা পাল, অনামিকা দত্ত। “বধূ কোন আলো লাগল চোখে” মাধ্যমে দর্শকদের আবিষ্ট করেন শিল্পী পীযূষ কান্তি আচার্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ঢাকা ও কুমিল্লা থেকে আগত মনসুরা বেগম, সাইদা হোসেন পাপড়ী, মিতা পাল ও ডাঃ মল্লিকা বিশ্বাস। পরিশেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয় যার সভাপতি ও সাধারণ সম্পাদক পূনঃ নির্বাচিত হন- ডাঃ আহমদ আল মামুন ও ডাঃ অরুণাভ পোদ্দার, কোষাধ্যক্ষ নির্বাচিত হন ডাঃ সঞ্জীব সূত্রধর। উপদেষ্টা মন্ডলীতে আছেন- অধ্যাপক মোখলেছুর রহমান খান, প্রাণতোষ চৌধুরী, আলী আকবর মজুমদার, জয়দুল হোসেন, সন্ধ্যা রায়, ডাঃ সুকেন্দু বিকাশ তালুকদার, ডাঃ আবু সাঈদ। সহ-সভাপতি হিসেবে আছেন-অধ্যাপক মানবর্দ্ধন পাল, জামিল ফোরকান, রঞ্জীব কুমার দেবনাথ। সম্পাদকমন্ডলীতে আছেন- পীযূষ কান্তি আচার্য, সাইফুল ইসলাম রিপন, অঞ্জন দাস, জামিলুর রহমান, সৈয়দ সালাউদ্দিন মুকুল এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন- মিজানুর রহমান শিশির, জহিরুল ইসলাম স্বপন, বলাই চন্দ্র দাস, শাহদত বখত্ শাহেদ, মিতালী বিশ্বাস, রঞ্জীত কুমিার দেবনাথ, ওমর আল ফারুক ভূইয়া রাসেল, এডভোকেট দিলশাদ বেগম, মণিকা আচার্য, বাবুল মালাকার, চন্দনা চৌধুরী, পপি দেবনাথ। সর্বশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাভেল রহমান ও চন্দনা চৌধুরী।

এ জাতীয় আরও খবর

গরমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই

হাওরের কচুরিপানা দিয়ে তৈরী হচ্ছে ‘ জলকমল’খ্যাত জৈবসার

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির