নবীনগরে দু’ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যান মো: হোসেন ও বিটঘর ইউনিয়নের মেম্বার ওসমান খাঁর মৃত্যুতে বুধবার সাকাল থেকেই শন্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।সোমবার ২৪ ফেব্রুয়ারী চেয়ারম্যান পদে তালা প্রতিক নিয়ে আবুল খায়ের ৪৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্ধন্দি মো: আসলাম মৃধা পেয়েছে ৩৪৭৯ ভোট। অপরদিকে বিটঘর ইউনিয়নে মেম্বার পদে মোরগ প্রতিক নিয়ে আবদুল আউয়াল ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্ধন্দি সেম্ভু ভুষন দেব টিউবওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩৮ ভোট।