টাকা চাইতে গিয়ে যুবক খুন
রবিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সেচের পানির ভাড়া আদায় করতে গিয়ে এক যুবক নিহত হয়েছে। এ ব্যাপারে কসবা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। জানা যায়, সকালে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা গ্রামের খলিলুর রহমানের পুত্র সেচের মালিক ইসমাইল মিয়া (২৩) একই গ্রামের মৃত আনু মিয়ার পুত্র আলী আহাম্মদের নিকট জমিতে দেয়া সেচের টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহাম্মদ প্তি হয়ে ইসমাইল মিয়াকে দা দিয়ে কুপিয়ে মারাতœক ভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুমিল্লা নেয়ার পথে শংকুচাইল নামক স্থানে তার মৃত্যু হয়। এব্যাপারে নিহতের মা তাজমহল বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।