রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা, অন্তরালে প্রেম

kjjkkgনাসিরনগরে কলেজ ছাত্রী আত্মহত্যার জট খুলতে শুরু করেছে। বখাটে প্রেমিকের উত্তক্তের কারণে আত্মহত্যা করেছে বলে ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে। ছাত্রীর পিতা নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম সালেম ও মা সহকারী শিক্ষিকা শাহানা আক্তার সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানায়। তারা জানান ঘটনার তারিখে নাসিরনগর সদরের সেলুন ব্যবসায়ী অমৃতলাল মালাকারের ছেলে দয়াল মালাকার(২০) দীনা ও তার মাকে নিয়ে অকথ্য মন্তব্য করে। রাকীবের সাথে প্রেমের সম্পর্ক না রাখলে দীনার ভীষণ ক্ষতি হবে বলে হুমকি দেয়  রাকীবের বন্ধু দয়াল মালাকার। ওই সময় দীনা কলেজ ক্যাম্পাসে ছিল। দয়ালের উদ্যক্তপূর্ণ আচরণের কারণে অসুস্থ হয়ে পড়ে দীনা। দীনার এ অবস্থা দেখে অধ্যক্ষ আলমগীর হোসেন দীনার বাবাকে খবর দিয়ে নিয়ে দীনাকে তার হাতে তুলে দেয়। পরদিন  দীনা কলেজ থেকে ফেরার পথে রাকীব ও তার বন্ধু দয়াল পূনরায় দীনাকে হুমকি দেয়। তাদের অব্যহত হুমকি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেচে নেয় দীনা। তাৎক্ষনিত উপায়ন্ত না দেখে আধুনিক হাসপাতালের ৫ম তলার ছাদের উপর দৌড়ে ওঠে দীনা। হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে পরে যায়। গুরুতর আহত দীনাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেলে ভর্তির পর বিকালে সেখানে মারা যায়। লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সকাল ১১ টায় নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ে ১ম জানাযা শেষে তার গ্রামের বাড়ি শ্রীঘর ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে  প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, তারপরই চোখে জল

আমলকী খেলে কি চোখ ভালো থাকে?

ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৩১৬

বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে এলো ৩৩২০ টন চাল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না

অবৈধ অভিবাসন: ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

সোনার দাম কমলো, ভরি ১৩৮৪৯৮ টাকা

যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে

সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ পেলেন বিচারকরাও

গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা রয়েছে, র‍্যাব বিলুপ্তির সুপারিশ

শৈত্যপ্রবাহ থাকলেও রোববার থেকে বাড়তে পারে দিনের তাপমাত্রা