৩ উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনকে ও কসবা উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ ইকলিল আজমকে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম মোমিনুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চুন্টা ইউপির দীর্ঘদিনের নির্বাচিত মহিলা মেম্বার মোছাঃ তাহমিনা আক্তারকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
দলের ঘোষিত প্রার্থীদের পক্ষে সর্বাত্মক নিষ্ঠার সাথে নির্বাচনী মাঠে কাজ করে বিজয় নিশ্চিত করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও ও শুভাকাংখীদের জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।