সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল স্বাভাবিক

image_42391দুই ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে বিজয়নগরের মকন্দপুর রেলস্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়া রেল জংশনের লোকোশেড ইনচার্জ মহসীন উদ্দিন ভূঁ‍ইয়া জানান, যান্ত্রিক বিভাগের মেরামতকারী দলের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা করে ইঞ্জিনের ক্রটি সারেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর