আখাউড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : মানিক সভাপতি, নূরুন্নবী সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবে নির্বাচনে সভাপতি পদে মো. মানিক মিয়া এবং সাধারণ সম্পাদক পদে নূরুন্নবী ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা পল্লী উন্নয়ন কির্মকর্তা খোরশেদ আলম এবং সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম নির্বাচন পরিচলনার দায়িত্ব পালন করেন। পরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খুরশিদ শাহরিয়ার এবং পৌর মেয়র তাকজিল খলিফা কাজল উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন। দৈনিক সংবাদের আখাউড়া প্রতিনিধি মানিক মিয়া এক ভোটে এবং দৈনিক নয়া দিগন্তের আখাউড়া প্রতিনিধি নূরুন্নবী ভূঁইয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু সাংগঠনিক সম্পাদক পদে এক ভোটে নির্বাচিত হয়েছেন।