শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের নির্দেশনা আছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার…..জেলা প্রশাসক

bbariaআজ (সোমবার) ব্রাক্ষনবাড়িয়া আইন শৃংখলা পরিস্থিতি কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডক্টর মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জানুয়ারী মাসে জেলায় ৪টি খুন, ২টি ডাকাতি সহ ৪শ ১৬টি ছোট বড় অপরাধের ঘটনা ঘটে। ব্রাক্ষনবাড়িয়ায় অপরাধ কিছুটা বাড়লেও জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। সভায় জানানো হয়, জেলার নবীনগরে চিরকুট দিয়ে ডাকাতির ঘটনা ঘটছে। বিকাশের মাধ্যমে চাঁদাবাজরা চাঁদা দিতে আহবান করছে। সভায় জেলা প্রশাসক ডক্টর মোশাররফ হোসেন বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধ পরিকর। সরকারের নির্দেশনা আছে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করার। এ জন্য তিনি জেলার সকল নাগরিকের সহায়তা কামনা করেন। পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম তার বক্তব্য বলেন, জেলার সামগ্রিক আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। ৩টি খুনের ঘটনা উদঘাটন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডাকাত ধরছি। চোরকে ডাকাত বলছি না। তাই তাদের গ্রেফতারের পর যাতে কেউ তাদের পক্ষাবলম্বন না করে সে জন্য সকলের প্রতি আহবান জানান। পুলিশ সুপার বলেন, আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু সুন্দর ভাবে সম্পন্ন করাই হল সবচেয়ে বড় কাজ। পৌর মেয়র হেলাল উদ্দিন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানান। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল-মামুন সরকার আগামী ৩ মাস আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নুতন পরিকল্পনা গ্রহনের আহবান জানান। আইন শৃংখলা পরিস্থিতি কমিটির সদস্য ডাক্তার বজলুর রহমান, প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার মান উন্নত করার আহবান জানিয়ে বলেন, মানসম্পন্ন চিকিৎসা দেয়া জন্যই সে গুলোর তদারকি প্রয়োজন। তিনি টেকেংর পাড় ইভ টিজিং বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান। আইন শৃংখলা পরিস্থিতি কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান বশিরউল্লাহ জরু, কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, নাসির নগর উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাষ্টার, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মিনারা আলম, ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ।

এ জাতীয় আরও খবর