শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে ডাকাতির প্রতিবাদে নৌযান শ্রমিক ফেডারেশনের অনিদিষ্টকালের ধর্মঘট, আটকা পড়েছে ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ

asu-19-4-13-2--300x200ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে ডাকাতির ঘটনার প্রতিবাদে নৌযান ফেডারেশনের ডাকে শুক্রবার সকাল থেকে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। এ কারনে বন্দরে আটকা পড়েছে প্রায় ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ। আটকা পড়া মালবাহী জাহাজের পণ্য কার্গোজাহাজ থেকে মালামাল খালাস করতে না পারায় ব্যবসায়ীদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত জরুরি কাচাঁমাল নিয়ে জাহাজ আটকা পড়ায় পণ্য সরবরাহকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ বন্দরে এমভি মাহি আরাফাত জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। জাহাজের শ্রমিকদের প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে। এসময় বাধা প্রদান করলে ডাকাতদের হামলায় ৪ শ্রমিক আহত হয়। এর আগে গত ৫ দিনে অন্ততঃ ৮টি জাহাজে ডাকাতি ঘটে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েসনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, গত কয়েক দিন যাবত আশুগঞ্জ বন্দর ও সার কারখানা এলাকায় মালবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করেও কোন লাভ হচ্ছে না। তাই শ্রমিকরা নৌ ধর্মঘটে নামতে বাধ্য হয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাষ্টার জানান, শ্রমিকদের উপর ডাকাতরা নিয়ে যাওয়া মালামাল উদ্ধার না হলেও পর্যাপ্ত নিরাপত্তা না দিলে ধর্মঘট অব্যাহত থাকবে। প্রায়ই আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, নৌযান শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এ জাতীয় আরও খবর