১২ ছাত্রলীগ নেতার তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ
আজ ৪ ফেব্রুয়ারী। জেলার উদিয়মান ১২ জন ছাত্র নেতার হৃদয় বিদারক তৃতীয় মৃত্যু বার্ষিকী। ২০১১ সালের উপ নির্বাচনে বিজয় লাভ করার পর ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধূরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করতে যান। সে দিন তার সফর সঙ্গি হয়েছিলেন জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। মাজার জিয়ারত শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক এক দূর্ঘটনায় শিকার হয় ছাত্রনেতাদের বহনকারি একটি গাড়ি। ঘটনা স্থলেই গাড়ি চালক সহ নিহত হন আট জন ছাত্র নেতা। হাসপাতালে নেওয়ার পর নিহত হন আরো চারজন। দূর্ঘটনার খবরটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর পুরো ব্রাহ্মণবাড়িয়ার শোকের ছায়া নেমে আসে। ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও সেই শোকের ছায়া এতোটুকুও কমেনি ব্রাহ্মণবাড়িয়া বাসীর হৃদয়ে। কারও ভাই, কারো সন্তান, কারোবা এক মাত্র সন্তান হারা পরিবারের সদস্যরা এখনও যেন সে দূস্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তারুন্য দিপ্ত, মেধাবী ও প্রানোচ্ছল তরুনদের পদচরনা এখনো ভুলতে পারেনা পাড়া প্রতিবেশীরা। তাদের স্মৃতি স্মরণ করে বাক রুদ্ধ হয়ে পরে সহপাঠি-সহকর্মী বন্ধুরা। কর্মোঠ কর্মীদের হারিয়ে নেতা কর্মীগন এখনও গভির শুন্যতায় ভোগেন। শান্ত, বাবু, লিয়েন, রুমেল, রায়হান, আলমগীর, তানভীর, রিয়াদ, মুরশেদ, আসিফ, এমরান মিজান এই নাম গুলো এখনও সবার হৃদয়ের স্বে পাথরে গাথা। ছাত্রনেতাদের তৃতীয় মৃত্যু বাষির্কী যথাযথ ভাবে উদযাপন করতে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে নিহত ছাত্রনেতাদের উত্তোরসূরি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে শোক র্যালী, নিহতদের স্মরনে নির্মিত স্মৃতি সৌদ্ধে পূস্প স্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। আজ সকাল ৯ টায় মঠের গোড়াস্থ স্মৃতি সৌধে পূস্তস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করবে। দুপুরে শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি সূমুহে সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন সহ জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কর্মসূচি সমূহে সবাইকে যথা সময়ে উপস্থিত থাকতে, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ জানিয়েছেন।