সাংবাদিক স্বপনের পিতার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক সরোদের সিনিয়র রিপোর্টার, দৈনিক বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম স্বপনের পিতা বাংলাদেশ ফর্ম ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক কর্মকর্তা খন্দকার আবুল কাশেম ইন্তেকাল করেছেন।
শুক্রবার সকালে শহরের নয়নপুর এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মা নামাজের পর নয়নপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে।