ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৮ ক্রিক্রেট প্রতিযোগিতা-২০১৪ ব্রাহ্মণবাড়িয়া ৬ উইকেটে চাঁদপুরকে হারাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে লক্ষ্মীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ্ব ১৮ ক্রিকেট প্রতিযোগিতা সি গ্র“পের খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল ৬ উইকেটে চাঁদপুর জেলার অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে পরাজিত করে শুভ সূচনা করে। টসে চাঁদপুর জয়লাভ করে প্রথমে ব্যাট করেন ৩০.৩ ওভারে ৬৫ রানে অল আউট হয়। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে মোস্তাকিম ৪টি, আলম ও ফয়সল ৩টি করে উইকেট পায়। বিরতির পর ব্যাট করতে নেমে ব্রাহ্মনবাড়িয়া ১৯.০৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করে জয়ের লক্ষে পৌছে যায়। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে ইমন-১৩ রান, অধিনায়ক জিহাদ-অপরাজিত-১২, ও নিখিল-১০ রান করেন। আজ ব্রাহ্মণবাড়িয়া ২য় খেলায় নোয়াখালী জেলার বিরুদ্ধের অংশ গ্রহন করবে। ব্রাহ্মণবাড়িয়া দলের সদস্য গণ হলেন জিহাদ অধিনায়ক, ইমন সহ অধিনায়ক,ফয়সল,নিখিল,গালিব,তানভীর, বোরহান,রিয়াদ,আলম,মোস্তাকিম, কাব্বু, আনোয়ার, আবু বক্কর, লিমন, ফারদিন,ইয়াকুব ও দেলোয়ার। কোচ মোঃ রুহুল কুদ্দুস শামীম, ম্যানেজার আবু কাউছার খান। প্রেস বিজ্ঞপ্তি