কসবায় আ’লীগের কমিটি বাতিলের দাবীতে তৃণমূল আওয়ামীলীগের সমাবেশ
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবীতে উপজেলা তৃণমূল আওয়ামীলীগের উদ্যোগে গণ স্বাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে স্থানীয় সুপার মার্কেট চত্ত্বরে উপজেলা তৃণমূল আওয়ামীগ আহবায়ক মোঃ তসলিমুর রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক এডভোকেট এনামুল হক কাজল, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু জাহের, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এম.এইচ মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বিল¬াল হোসেন, আ’লীগ নেতা এস.এম বশির উদ্দিন চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা কসবা উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটিকে সাবেক এমপি এডভোকেট শাহ আলমের অবৈধ পকেট কমিটি বলে দাবী করে বাতিল করার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। সভার পর গণ স্বাক্ষর কার্যক্রম শুরু করা হয়। এ স্বাক্ষরতা অভিযান উপজেলার সকল ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দের কাছ থেকে সংগ্রহ করে জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।