বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ভিত্তিক হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন নিজের শিশুকে টিকা দিন অন্যদের টিকা দানে উদ্বুদ্ধ করুন

DSC09718ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, হাম ও রুবেলা শিশুদের মারাত্বক দুটি রোগ। দেশে এ রোগের প্রকোপ কমিয়ে আনার লক্ষে, হাম দূরীকরণ ও রুবেলা নিয়ন্ত্রণ করার লক্ষে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু করেছে। শিশুদের জীবনের নিরাপত্তার জন্য সমাজের সকলকেই এই টিকাদান কর্মসূচি সফল করতে কার্যকর ভুমিকা রাখতে হবে। তিনি প্রত্যেক সচেতন অভিভাবকদের নিজ নিজ শিশুদের টিকাদানের পাশাপাশি অসচেতন পরিবারের অন্য শিশুদের টিকাদানে উদ্বুদ্ধ করতে সকলকে আহবান জানান। মেয়র গতকাল সকালে উত্তর পৈরতলায় অবস্থিত শেরে বাংলা প্রিক্যাডেট স্কুলে অনুষ্ঠিত “স্কুল ভিত্তিক হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উদ্বোধন কালে উপস্থিত অভিভাবকদের উদ্যেশে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্কুলের প্রতিষ্ঠাতা হাজী মোঃ শাহজাহান মিয়া, পরিচালক মমিনুল ইসলাম বাবু, প্রধান শিক্ষিকা মুক্তি খান, পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম. মোঃ রেজাউল করিম, মোঃ আলাউদ্দিন আলাল, মোঃ পুতুল মিয়া, মোঃ ফোরকান মিয়া প্রমুখ। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০১৪। আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে। এ বছর পৌর এলকার সর্বমোট ৭২ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। পৌর এলকার বিভিন্ন টিকাদান কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদের কে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।২৫ থেকে ৩০ জানুয়ারি পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪২ হাজার  শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১ ফেব্রুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের ৬০টি টিকাদান কেন্দ্রে আরো ৩০ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। পাশাপাশি ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ২ ফোঁটা পোলিও  টিকা খাওনো হবে। 

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ