সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন শ্রমিকনেতা হাজী জমসেদ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলার পরিবহন সেক্টরের জীবন্ত কিংবদন্তি, ৩৫ বছরের শ্রমিক রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার গণ মানুষের নেতা শ্রমিক নেতা হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ এবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন এমনটাই নিশ্চিত করেছেন তার ঘনিষ্ট জনেরা। জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন এবং সাংগঠনিক মোঃ তোহা জানান, আমাদের নেতা জমসেদ ভাই এ জেলার মাটি ও মানুষের নেতা। তিনি এই জনপদের প্রতিটি পাড়া মহল্লা চেনেন এবং জানেন। অপরদিকে প্রত্যন্ত পল্লীতে বললেও শ্রমিকনেতা জমসেদ ভাইকে চেনেনা এমন লোক খুব কমই পাওয়া যাবে বলে আমাদের ধারণা। তিনি পরিবহন শ্রমিক সেক্টরে কাজ করেছেন। এবার যদি সদর উপজেলাবাসী তাঁকে যোগ্যতম মনে করে তাহলে তিনি অবশ্যই বিজয়ী হবেন। তার জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। অনুরূপ কথা বললেন, পশ্চিমাঞ্চলের শ্রমিক নেতা হারুন মিয়া। তিনি বলেন, জমসেদ ভাই আমাদের অতি আপনজন। তিনি যদি উপজেলায় নির্বাচন করেন তাহলে তার জন্য নিবেদিত ভাবে কাজ করব। বুধল ইউনিয়নের অধিবাসী রফিক মিয়া বলেন, জমসেদ ভাই আমাদের প্রাণের মানুষ। তাকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যখন ইচ্ছা ডাকলেই আপদে- বিপদে কাছে পাওয়া যায়। তার কাছে যাবার জন্য কোন প্রঢোকল দরকার হয় না। আর এজন্যই আমরা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নির্বাচিত করার জন্য কাজ করছি। একজন সমাজ হৈতেষী জনদরদী শ্রমিক নেতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে পরিচিত একটি নাম শ্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমসেদ। একজন সাধারণ মানুষ হিসেবেই সমাজে তার বিচরণ। সহজ সরল জীবন যাপনে অভ্যস্থ তিনি। একেবারে সাধারণ মানুষ থেকে উপরতলা পর্যন্ত তার অবাধ বিচরণ এবং পরিচিতি রয়েছে। শ্রমিকনেতা হিসেবে ব্যাপক পরিচিত তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাত বার নির্বাচিত সাধারণ সম্পাদক। সর্বশেষ নির্বাচিত সভাপতি। সাধারণ মানুষের মতে এই শ্রমিক নেতা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আসলে সদর আসনে ভোটের লড়াই হবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করার মত।