কলকাতার জাদুঘরে সুচিত্রা সেন!
মোমের মূর্তিতে ঠাঁসা জাদুঘর তৈরি করতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কলকাতার নিউটাউনে নির্মাণাধীন এই জাদুঘরটিতে পৃথিবী বিখ্যাত ব্যক্তিদের পাশাপাশি স্থান পাবে সদ্যপ্রয়াত সুচিত্রা সেনের মোমের মূর্তি। লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া সুচিত্রাকে সম্মুখে দেখার সুযোগ করে দেবে এই জাদুঘরটি। কিছু দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেসবুকে জানান, লন্ডনের মাদাম তুসো জাদুঘরের আদলে কলকাতায় একটি জাদুঘর নির্মাণ করা হচ্ছে।