মওদুদসহ বিএনপির পাঁচ নেতার জামিন না মঞ্জুর
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ারসহ শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে মতিঝিল ও রমনা থানায় দায়ের করা আলাদা তিনটি মামলায় জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বেলা ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে সকালে জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
দলের অন্য নেতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত বছর ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে এসআই শাহজাহান হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা ও বোমা বিস্ফোরণ ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।