বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার থেকে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুর

c0d5142eed95c3eb3b0938d442179632২৪ জানুয়ারি শুক্রবার থেকে রাজধানীর অদূরে তুরাগ তীরে তাবলীগ জামায়াতের বার্ষিক মহাসমাবেশ ৪৯তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইজতেমা উপলক্ষে মুসল্লীরা দলে দলে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন। ইতোমধ্যে ইজতেমা আয়োজনের চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবারও ইজতেমা ময়দানে স্থান সংকুলানের দিক বিবেচনা করে দু’পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মাঝে চারদিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্র“য়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

দিন দিন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুরাগ তীরে বিশাল ময়দান জুড়ে স্থান সংস্কুলন না হওয়ায় তিন বছর যাবত দু’পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

আয়োজক জানান, ইজতেমা ময়দান মুসল্লীদের জন্য প্রস্তুত করা হয়েছে। জেলা ওয়ারী বিভিন্ন খিত্তায় মুসল্লীরা এসে অবস্থান নিচ্ছেন। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। তবে তুরাগ নদীর পানি ময়লাযুক্ত হওয়ার কারনে এবছর মুসল্লীদের এ পানি ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক নুরুল ইসলাম জানান, তুরাগের পানি অত্যধিক দুষিত হওয়ার কারনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুসল্লীদের গোসল এবং ওজুর প্রয়াজনীয় পানির ব্যবস্থাও ইতোমধ্যে করা হয়েছে বলে তিনি জানান।

এবারের বিশ্ব ইজতেমায় ভারত, পাকিস্তান, মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব। ইজতেমা ময়দানে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সোনার দাম আরও বাড়লো, ভরি ১৪০২৭১ টাকা

কমিশনে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি

রাজশাহী সীমান্ত দিয়ে ঢুকছে গান পাউডার-আগ্নেয়াস্ত্র

চিন্ময়ের জামিন শুনানি : জেলা পিপির নির্দেশনা নিয়ে তোলপাড়!

মিয়ানমারে সংঘাত : টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি

সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন

ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

১৫ বছর পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির দাওয়াত