নারীরা কেন পরকীয়ায় পড়ে
বিয়ের পরে নারী বা পুরুষ অন্যর সঙ্গে জড়িয়ে পড়তে পারেন সম্পর্কে। উভয়ের বেলায় এমনটা হতে পারে। বিশ্বাসঘাতকতা, অসম্মান বা মূল্যায়ন না করা, অসংলগ্ন আচরণের মতো নানা কারণেই পরকীয়ায় জড়াতে পারেন আপনার সঙ্গী।
নারী বা পুরুষ যেকেউ পরকীয়ায় জড়াতে পারেন। কিন্তু কেন শুধু নারীরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন, তার কিছু কারণ বেরিয়ে এসেছে একটি জরিপে।
সম্প্রতি ভিক্টোরিয়া মিলান ডটকম নামের একটি ওয়েবসাইট চালিয়েছে এই জরিপ। তারা চার হাজার নারীর সামনে কিছু প্রশ্ন তুলে ধরে পরকীয়ার কারণ জানতে চেয়েছিল। জরিপে পুরুষ সঙ্গীর কয়েকটি আচরণের বর্ণনা দিয়ে বলা হয়েছে কিভাবে ওই নারীরা পরকীয়ায় পড়েছেন।
ওই ওয়েবসাইটের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও ডেইলি মেইল অনলাইন জানায়, পুরুষ সঙ্গীর প্রতারণার কারণে ৬৫ শতাংশ নারী জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। আবার দেখা যাচ্ছে, বাকিদের মধ্যে ৮১ শতাংশ স্বামীর চেয়ে অন্যের (যার সঙ্গে পরকীয়া জড়ান) কাছে উষ্ণ ভালোবাসা পাওয়া—পরকীয়ার একটি অন্যতম কারণ।