সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

১১ দিন পর ব্যারিকেড মুক্ত খালেদা জিয়ার বাসভবন

baricatদীর্ঘ ১১ দিন পর পুলিশের ব্যারিকেড মুক্ত হল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন এবং তার গুলশানের রাজনৈতিক কার্যালয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ব্যারিকেড প্রত্যাহার করে নেয় পুলিশ। তবে তার কার্যালয় ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে সীমিত সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে।
এর আগে ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘিরে গত ২৭ ডিসেম্বর থেকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ফিরোজা ভবনে (খালেদা জিয়ার বাসভবন) নিরাপত্তা জোরদারের নামে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
গত ২৬ ডিসেম্বর গভীর রাতে নিজ রাজনৈতিক কার্যালয় থেকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসায় যান বেগম খালেদা জিয়া। এরপর বারবার চেষ্টা করা সত্ত্বে আর বাসা থেকে বের হতে পারেনি সাবেক এই প্রধানমন্ত্রী।
নিরাপত্তার অজুহাতে ২৭ ডিসেম্বর গভীর রাতে তার বাসভবনের সামনে ৭ এবং পরে ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। বালুভর্তি ৫টি ট্রাক তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তাগুলোতে রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এছারাও তার বাসার প্রবেশ পথে জলকামান এবং পুলিশে র‍্যাকার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর