শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেএসসি পরীক্ষায় লায়ন ফিরোজুর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজের সাফল্য

feroz mia schoolরোববার প্রকাশিত জেএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়েল একাডেমী স্কুল এন্ড কলেজ এবারও সাফল্য পেয়েছে। একাডেমীর অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল জানান এবার জেএসসিতে ১৩৯জন পরীক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ১০জন এ প্লাস ২৯ জন এ সহ মোট ১শ২২ জন উর্ত্তীর্ণ হয়েছে। একাডেমীর প্রতিষ্ঠাতা লায়ন ফিরোজুর রহমান ওলিও এ সাফল্যে শিক্ষক সহ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন রোববার প্রকাশিত জেএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়েল একাডেমী স্কুল এন্ড কলেজ এবারও সাফল্য পেয়েছে। জেএসসিতে একাডেমীর ১০ জন এ প্লাস পেয়েছে। এ প্লাস প্রাপ্তদের মধ্যে ছবিতে রয়েছে মরিয়ম বেগম,এনামুলহক ,জুবায়েদ,মুশফিকুর রহমান, ফজলে রাব্বি, সাদিয়া জ্যোতি,সুরমা আক্তার, স্বর্না আক্তার, সানজিদা আক্তার। একাডেমীর প্রতিষ্ঠাতা লায়ন ফিরোজুর রহমান ওলিও এবং অধ্যক্ষ নিয়াজ মুহম্মদ কাজল শিক্ষক সহ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর