আগামী ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে,এ অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছে বিএনপি ও তাদের মিত্র জামাত
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট লেখক,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,দেশের বর্তমান সংবিধানের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।কোনো অপশক্তিই এ নির্বাচন ঠেকাতে পারবেনা।এ নির্বাচন দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার নির্বাচন।তিনি আরো বলেন,বিএনপি যুদ্ধাপরাধীদের বাচাতে দেশে মার্চ ফর ডেমোক্রেসীর নামে গণতন্ত্র হত্যার কর্মসূচী দিয়েছে।এ কর্মসূচীতে বাংলাদেশের লাল সবুজের প্রিয় পতাকাকে অবমাননার যাবতীয় ব্যবস্থা করেছে বিএনপি।তারা এ কর্মসূচীর নামে দেশে আবারো অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করছে।তিনি আরো বলেন,আগামী ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে।এ অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছে বিএনপি ও তাদের মিত্র জামাত।তিনি গতকাল শনিবার বিকালে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাচগাও মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি জরিনা বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক এড.তানবীর ভূঞা,উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দা নাখলু আখতার,সাধারন সম্পাদক ফয়জুন্নাহার টুনি,যুগ্ম-সম্পাদক মাজু বেগম।