রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া অবরুদ্ধ ॥ ঢাকা অভিযাত্রায় যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকমী

news-image

তীব্র আতংক, উৎকণ্ঠা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা অভিযাত্রা নিয়ে মূলত এই শংকার কারণ। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বাত্রক অভিযানে নেমেছে। রাস্তার মোড়ে মোড়ে ব্যাপক তলাশি চালিয়েছে যাত্রীদের। এতে যাত্রীরা ভীত সন্ত্রস্ত। গত ২ দিনে বিভিন্ন স্থান থেকে অর্ধশত লোককে গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষ বলছে রাজনৈতিক imagesনেতাদের তালিকা করে ভয়াবহ অভিযান শুরু করেছে। তাই মানুষ দারুণ নাখোশ। শহরের জীবনযাত্রাও বলতে গেলে থমকে দাঁড়িয়েছে। পথে-ঘাটে জনসাধারনের চলাচল সীমিত হয়ে পড়েছে। ব্যবসা বানিজ্যে চরম মন্দাভাব। ব্যবসায়ীরা জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতায় সাধারন মানুষ শহরে আসাই ছেড়ে দিয়েছে। কোথায় কোন অঘটন ঘটে এনিয়ে যারপরনাই মানুষ উদ্বিগ্ন। শনিবার বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘুরে দেখা গেছে, দূরপাল¬ার সকল যানবাহন চলাচলই বন্ধ। ঢাকাগামী বিশেষ করে বাসের কথা তো চিন্তা করাই যায়না। বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে পুলিশ ঢাকাগামী যাত্রীদের দেহ তল¬াশি করে যাত্রা রোধ করার চেষ্টা করছে। এতে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বিব্রত। অভিযোগ উঠেছে, পুলিশ তল¬াশীর নামে যাত্রীদের হেনস্ত করছে। আর বিরোধী দলের নেতাকর্মী হলে তো রক্ষা নেই। সোজা নিয়ে যাওয়া হচ্ছে থানায়। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সদর থানা পুলিশের একটি টিম সকাল থেকে দীর্ঘ সময় বিশ্বরোড অবস্থান নেয়। এসময় ঢাকাগামী যাত্রীদের ব্যাপক নজরদারী করা হয়। বাস চালকরা বলছে তাদের যাত্রীই কমে গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার অমৃত লাল সরকার জানান, ডাউন ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করলেও আপ ট্রেন (ঢাকাগামী) সমূহ চলছে বিলম্বে। রিপোর্ট লেখা সময়ে আখাউড়া ষ্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম এক্সপ্রেস এবং কসবা ষ্টেশনে মহানগর প্রভাতী কোন কারণ ছাড়া দাঁড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। তবে চলাচল করছে আভ্যন্তরীণ পথে যানবাহন। এতসব প্রতিকূলতার মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার নেতাকর্মী গত ২ দিনে ঢাকায় পৌছেছেন। ঢাকা অভিযাত্রায় যোগ দেওয়া জেলা বিএনপি’র নেতারা জানিয়েছেন বাধা সত্বেও বিপুল সংখ্যক নেতাকর্মী যার যার সুবিধা মত ঢাকায় অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

রোববার থেকে যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহক

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলবে রোববার, আজ বন্ধ ছিল ৪৩টি

রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত

মণিপুরের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪০৩