বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ী অপহরণ : কসবা থেকে উদ্ধার

Crimeব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব পরিচয়ে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ীকে কসবা উপজেলা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম মোঃ সাইদুল হক ভূঁইয়া কামাল। তিনি শহরের পূর্ব মেড্ডা মহল্লার মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়ার ছেলে ও  ব্রাহ্মণবাড়িয়া সিটি সেন্টারের বাবুল গার্মেন্টেসের মালিক। এ ঘটনায় শহরের ব্যবসায়ী মহলে আতংক বিরাজ করছে। উদ্ধার হওয়া ব্যবসায়ী মোঃ সাইদুল হক ভূঁইয়া কামাল বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি শহরের কারখানাঘাট এলাকার সাউথ ইস্ট ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে সিটি সেন্টারে নিজের দোকানে ফেরার পথে বি.বাড়িয়া টাওয়ারের কাছে আসার পর সেখানে সাদা রংয়ের একটি মাইক্রোবাস নিয়ে দাড়িয়ে থাকা এক ব্যক্তি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাকে ডাক দেয়। পরে ওই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা আছে বলে তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে ফেলে। মাইক্রোবাসের ভেতরে বসে থাকা অন্যরা তার মুখ চেপে ধরে দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে তারা তার কাছে থাকা ৫ লাখ টাকাসহ তার মোবাইল ফোনটি নিয়ে যায়। বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘুরাফেরা করে রাত ৯টার দিকে ব্যবসায়ী কামালকে তারা  কুমিল¬া-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কাঠের পুল এলাকায় ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে এনে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রবের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ দায়েরের পর থেকে ব্যবসায়ীর পরিবার থেকে কোন যোগাযোগ করা হচ্ছেনা।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি