সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে বিষ ঢেলে প্রায় ২০ লক্ষাধীক টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রাতের অন্ধকারে দুস্কৃতিকারীরা ১০টি চাষের পুকুরে বিষ ঢেলে প্রায় ২০ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে ।
জানা যায়, নাটঘর ইউনিয়নের শান্তিপুর গ্রামে কামাল মিয়ার ছেলে মোঃ নবী মিয়ার ১০টি পুকুরে
fishbishদুস্কৃতিকারীরা এই বিপুল পরিমাণ টাকার সম্পদের  ক্ষতিসাধন করেছে। তবে, কে বা কারা? এই ক্ষতি সাধন করেছে তা যায়নি।  
পুকুরের মালিক মোঃ নবী মিয়া জানান, বিষের কারণে রুই, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ লাখ টাকার মাছ মরে গেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ ও ক্ষতিগ্রস্ত পুকুর দেখে এসে জানান,  এ ঘটনায় মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নেক্কারজনক এই ঘটনা দেখার জন্য নাটঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলিল মিয়া সহ শত শত মানুষ পুকুরের পাড়ে ভিড় জমাতে থাকে।

এ জাতীয় আরও খবর