বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাস নৈরাজ্য করছে : নির্বাচনী সভায় মোকতাদির চৌধুরী এম.পি

বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে আওয়ামীলীগের প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা khaledarরক্ষায় আগামী নির্বাচন দেশবাসীর জন্য অত্যন্ত জরুরী। জামাতকে ছাড়া বেগম খালেদা জিয়া নির্বাচনে আসতে ভয় পান বলে বিএনপি নির্বাচনে আসেননি। তারা নির্বাচনকে বানচালের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। স্বাধীনতার পক্ষের শক্তি তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর, দামচাইল, সাদেকপুর, চিলেকুট গ্রামে গণসংযোগ শেষে পৃথক পৃথক নির্বাচনী সভায় একথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় মোকতাদির চৌধুরী এম.পি বলেন, দেশের জনগণ খালেদা জিয়ার ডাকা অবরোধ প্রত্যাখ্যান করেছে। তাই তারা আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাস নৈরাজ্য করছে। অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে দিচ্ছে। তিনি সন্ত্রাস নৈরাজ্যের জবাব দিতে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। মোকতাদির চৌধুরী এম.পি বলেন, যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়। শেখ হাসিনার রাজনীতি উন্নয়নের রাজনীতি। শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করেন। দেশ ও জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্যই আগামী নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নির্বাচনী সভাগুলোতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, আওয়ামীলীগ নেতা চৌধুরী আফজাল হোসেন নেসার, জেলা যুবলীগ সভাপতি অ্যাডঃ মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক নাসির মিয়া, সাংগঠনিক সম্পাদক এমএইচ মাহবুব আলম, উপজেলা যুবলীগ আহবায়ক আলী আজম।

এ জাতীয় আরও খবর

সোনার দাম আরও বাড়লো, ভরি ১৪০২৭১ টাকা

কমিশনে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি

রাজশাহী সীমান্ত দিয়ে ঢুকছে গান পাউডার-আগ্নেয়াস্ত্র

চিন্ময়ের জামিন শুনানি : জেলা পিপির নির্দেশনা নিয়ে তোলপাড়!

মিয়ানমারে সংঘাত : টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি

সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন

ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

১৫ বছর পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির দাওয়াত