ব্রাহ্মণবাড়িয়ায় ২১তম জাতীয় টিকা দিবস ও হাম রুবেলা ক্যাম্পেইন এর উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় ২১তম জাতীয় টিকা দিবসে ০থেকে ৫ বছরের শিশুদের টিকা খাওয়ানো এবং হাম ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভা মেয়র মোঃ হেলাল উদ্দিন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, জিএভিআই এর প্রতিনিধি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা সহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। পরে ব্রাহ্মণবাড়িয়ার ছয় বাড়িয়ায় পৌর এলকার টিকা দান কেন্দ্রের উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার জেলার ৯ টি উপজেলার ২ হাজার৫শ ৫৩ টি কেন্দ্রে ০ থেকে ৫৯ মাসের প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার৯শ৪২ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে।
উদ্বোধন কালে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, প্রত্যেকেই নিজেদের এবং পরিবারের সকলের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া জরুরী । পোলিও নির্মূলে প্রত্যেক শিশু যেন এ টিকা খেতে পায় সে ব্যাপারে সকলকে ভূমিকা রেখে টিকাদান কর্মসূচী সফলের জন্য তিনি আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ২১তম জাতীয় টিকা দিবস ও হাম রুবেলা ক্যাম্পেইন এর উদ্বোধন