ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আটক ৬
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
১৮ দলের ডাকা অবরোধের প্রথম দিনে শনিবার জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, অবরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ অন্যান্য সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান,অবরোধে নাশকতা এড়াতে শহরের অন্তত ৪১ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।