নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
অবশেষে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সেলিমউদ্দীন গুলশান ২এ রওশন এরশাদের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র নেতারা অংশ নেন।
সেলিম উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘পার্টির মহাসচিব রুহুল আমিন হওলাদার আমাদের সঙ্গে রয়েছেন, তিনি গতকাল স্যারের (এরশাদ) সঙ্গে দেখা করেছেন। তিনি দেখা করে এসে আমাদেরকে বলেছেন স্যার আমাদেরকে ম্যাডাম (রওশন) এর নের্তৃত্বে নির্বাচনে যেতে বলেছেন।’
মত বদলানোর প্রসঙ্গে সেলিম উদ্দীন বলেন, ‘বর্তমান পরিস্থতিতে রুহুল আমিন হওলাদার নির্বাচিত হয়ে গেছেন। তাই তিনি নির্বাচনে অংশ নেবেন।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির সকল নেতারা আমাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে নির্বাচনে যাচ্ছেন।
বৈঠক শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত আলী খান বলেন, ‘আমরা দলের চেয়ারম্যান এরশাদের নেতৃত্বেই নির্বাচনে যাচ্ছি। তিনি অসুস্থ বিধায় সিনিয়র নেতা আমাদের সমানে থাকছেন। এখানে কোনো নেতার দ্বিমত পোষণের সুযোগ নেই।’
উল্লেখ্য এবারের নির্বাচনে মোট ৮৫ টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। এর আগে বহু আলোচনার জন্ম দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।বাংলামেইল