উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন
বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন জামি নির্বাচিত ॥ ১০ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
ফরহাদুল ইসলাম পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া থেকে ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আজ ১৮ ডিসেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক ১ টি পদে নির্বাচন হয়। এই সাধারণ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন জামি ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী জাবেদ রহিম বিজন পেয়েছেন ১ ভোট । ক্লাবের ৪৩ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোট প্রদান করেন। এ নির্বাচনে এর পূর্বে ১০ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি – সৈয়দ মিজানুর রেজা, সহ সভাপতি – আল আমীন শাহীন, সহ সভাপতি- সৈয়দ মোহাম্মদ আকরাম, সাধারণ সম্পাদক- রিয়াজ উদ্দিন জামি, সহকারী সম্পাদক – মফিজুর রহমান লিমন, কোষাধ্যক্ষ- সৈয়দ রিয়াজ আহমেদ অপু , দপ্তর সম্পাদক – দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার সম্পাদক – নজরুল ইসলাম শাহজাদা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক – নিজাম ইসলাম, কার্যকরী সদস্য – শিহাবউদ্দিন বিপু, কার্যকরী সদস্য – আকলিমা আক্তার শিউলী। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। প্রিজাইডিং অফিসার ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হুসাইন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল হক মীর, সহযোগিতা করেন শ্যামল কুমার চক্রবর্তী।