ব্রাহ্মানবাড়িয়া শহর থেকে বাড়ী ফেরার পথে কিশোরী অপহরন
ব্রাহ্মানবাড়িয়া শহর থেকে বাড়ী ফেরার পথে অপহরণ করা হয় নয়ন মণি(১৫)কে বিগত ১৬/১২/২০১৩ইঃ দুপুর দুই ঘটিকায় ভাদুঘর ফাটা পুকুর পাঁড়ের পূর্ব দিকে হাবিবুর রহমান মোল্লাবাড়ি সাং ভাদুঘর থানা ও জেলা ব্রাহ্মানবাড়িয়া হইতে বাড়িতে যাওয়ার পথে সংলগ্ন ভাদুঘর বাজার রোড হতে কে বা কাহাঁরা সিএনজি তে করিয়া নয়ন মনিকে উঠাইয়া দ্রুত চলে যাওয়ার সময় নয়ন মণি চিৎকারে করে। নয়ন মণির বাবা দৌড়িয়ে এগিয়ে গেলে সিএনজি দ্রুত গতিতে চলে যায়। নয়ন মণির বাবা দৌড়ে এবং বহু চেষ্টা করে করেও ও আটক করতে পারেনি। নয়ন মনির বাবার চিৎকারে মোঃ সুলেমান মিয়া, মলাই মিয়া, এবং সুমন মিয়া নামক গ্রামবাসী এগিয়ে আসে। তারাও কিছু করতে পারে নাই।
উল্লেখ্য, ইতিপূর্বে নয়ন মণিকে কাসি নগর সিঙ্গারবিল বিজয় নগর থানার মোঃ বারেক মিয়ার ছেলে মোঃ সেন্টু মিয়া জোর করে ঢাকায় নিয়ে যায় । পরে তাকে গাজিপুর থেকে উদ্ধার করা হয় । এ ব্যাপারে এলাকার সর্দার ও মেম্বাররা সামাজিক বিচাররের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়। এ ঘটনার কয়েকদিন পরেই মোঃ সেন্টু মিয়া এবং তার সঙ্গীরা মোবাইল ফোনের মাধ্যমে নয়ন মনির বাবাকে অপহরণের হুমকি দিতে থাকে। নয়ন মনির বাবা এ বিষয়টি জানিয়ে ব্রাহ্মানবাড়িয়া সদর থানায় একটি জিডি করে, যার নম্বর : ২৭৬ ।