সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় ১০ জন নির্বাচিত ॥

Press club ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব  কার্যকরী কমিটির নির্বাচনে ১১ টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় ১০ জন নির্বাচিত হয়েছেন এবং  তফসিল অনুযায়ী সাধারণ সম্পাদক ১ টি পদে আগামী ১৮ ডিসেম্বর ২০১৩ খ্রী: নির্বাচন অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার মন্নোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচন ২০১৩ এর নির্বাচন কমিশনার মোহাম্মদ  নাজমুল আহসান ১০ টি পদের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন এবং সাধারণ সম্পাদক ১ টি পদে আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন হবে বলেও ঘোষণা দিয়েছেন। ঘোষিত বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হচ্ছে সভাপতি – সৈয়দ মিজানুর রেজা, সহ সভাপতি – আল আমীন শাহীন, সহ সভাপতি- সৈয়দ মোহাম্মদ আকরাম, সহকারী সম্পাদক – মফিজুর রহমান লিমন, কোষাধ্যক্ষ – সৈয়দ রিয়াজ আহমেদ অপু , দপ্তর সম্পাদক – দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার সম্পাদক – নজরুল ইসলাম শাহজাদা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক – নিজাম ইসলাম, কার্যকরী সদস্য – শিহাবউদ্দিন বিপু, কার্যকরী সদস্য – আকলিমা আক্তার শিউলী। আগামী ১৮ ডিসেম্বর  সাধারণ সম্পাদক ১ টি পদে ২ জন প্রতিদ্বন্ধি প্রার্থী হচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি ও সাবেক কার্যকরী কমিটির সদস্য জাবেদ রহিম বিজন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ৫ ডিসেম্বর ছিল মনোনয়ন ফরম সংগ্রহের দিন, ৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে ১৩ টি মনোনয়নপত্র জমা পড়ে, ৯ ডিসেম্বর  মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে ১ টি মনোনয়নপত্র বাতিল হয় এবং ১২ টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়। অদ্য বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৈধ ঘোষিত মনোনয়নপত্রের মধ্যে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় ১০জনকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং সাধারণ সম্পাদক ১ টি পদে নির্বাচনের ঘোষণা দেয়া হয়। তফসিল অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে ১৮ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৪৩ জন ভোটার রয়েছেন।

এ জাতীয় আরও খবর