সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সব দলের আংশগ্রহণ চায় জাতিসংঘ

taranko55আগামী  জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। শনিবার জাতিসংঘের বিশেষ দূত অস্কার তারানকো ফার্নান্দেজের সাথে বৈঠক শেষে এই কথা বলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফ।

তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৫ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারানকো সাংবাদিকদের সাথে কোনও কথা বলেননি।

 

এদিকে সরকার দলীয় জোটের প্রধান শরীক জাতীয় পার্টি নির্বাচন করবে না বলে ফের ঘোষণা দিয়েছে। পদত্যাগত্র জমা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েও আজ সময় পাননি। তাই  জাতীয় পাটি নেতা রুহুল আমিন হাওলাদার আগামীকাল রোববার সর্বদলীয় জোট থেকে তার দলের মন্ত্রীদের পদত্যাগ পত্র জমা দেয়ার ঘোষণা  দিয়েছেন।

 

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুিষ্ঠত হতে যাচ্ছে ৫ জানুয়ারী ২০১৪ সালে। কিন্তু নির্বাচনকালীন সরকার ব্যাবস্থা নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ইতোমধ্যে ১৮ দলীয় জোট নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও সরকারের থাকা ১৪ দলীয় জোট প্রধান বিরোধী জোটকে ছাড়াই নির্বাচন করবে বলে জানিয়েছে। এর প্রতিবাদে ধারাবাহিক ভাবে অবরোধ কর্মসুচী পালন করছে বিরোধী দলীয় জোট।  

 

এমনতাবস্থায় জটিলতা আরও তীব্র আকার ধারণ করায় সব দলের সাথে আলোচনার জন্য শুক্রবার রাতে ঢাকায় আসেন তারানকো।