সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কাল প্রধামন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেব: রুহুল আমিন

japaজাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামীকাল আমরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব। আমরা আজকেই পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি কার্যালয়ে ছিলেন না। আজ শনিবার বেলা সোয়া তিনটার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছিলেন, আমার দলের মন্ত্রীরা আজ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তারা যদি পদত্যাগপত্র জমা না দেন তাহলেও কোনো কিছু যাবে আসবে না। আমি সিদ্ধান্তে অনড় আছি। সব দল নির্বাচনে না এলে আমার দল নির্বাচনে যাবে না।