গণভবনে যাচ্ছেন জাতীয় পার্টির তিন সদস্যের প্রতিনিধি দল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাচ্ছেন জাতীয় পার্টির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তারা।
প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টিকে ঘিরে রাজনৈতিক নাটকীয়তার মধ্যেই জাপার এ প্রতিনিধি দলটি গণভবনে যাচ্ছে। এর আগে গত মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। গতকাল বুধবার তিনি তার দলের মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। আজ তারা পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন রুহুল আমিন হাওলাদার। ঢাকাটাইমস