শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির বর্ষসেরা যারা

ICCবিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড়দের (মনোনীত)তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়।

টেস্ট ক্রিকেটার: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), জেমস এন্ডারসন (ইংল্যান্ড), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), চেতেশ্বর পুজারা (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)।

ওয়ানডে ক্রিকেটার: সাইদ আজমল (পাকিস্তান), শিখর ধাওয়ান (ভারত), মহেন্দ্র সিং ধোনী (ভারত), মিসবাহ-উল-হক (পাকিস্তান), রবীন্দ্র জাদেজা (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

প্রমীলা ওয়ানডে ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড), চার্লোট এডওয়ার্ডস (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), ডেন ভ্যান নিয়েকার্ক (দক্ষিণ আফ্রিকা), আনিয়া শ্রুবসোল (ইংল্যান্ড), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ)।

উদীয়মান ক্রিকেটার: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), চেতেশ্বর পূজারা (ভারত), জো রুট (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)।

এফিলিয়েটেড দেশসমূহের  ক্রিকেটার: কেভিন ওব্রায়ান (আয়ার্যারন্ড), কেইল কোয়েটজার (স্কটল্যান্ড), এড জয়েস (আয়ারল্যান্ড), নওরোজ মঙ্গল (আফগানিস্তান)।

টি টুয়েন্টি ম্যাচে বেস্ট পারফর্মার: উমর গুল (পাকিস্তান) – বোলিং পরিসংখ্যান ২.২-০-৬-৫ প্রতিপক্ষ  দক্ষিণ আফ্রিকা, ৩ মার্চ ২০১৩
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) – ৬৯ বলে অপরাজিত ১০১ প্রতিপক্ষ  দক্ষিণ আফ্রিকা, ২৩ ডিসেম্বর, ২০১২
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) – ৫৩ বলে ১২৩ প্রতিপক্ষ  বাংলাদেশ, ১ অক্টোবর, ২০১২
অজন্তা মেন্ডিস (শ্রীলংকা) – বোলিং পরিসংখ্যান ৪-২-৮-৬ প্রতিপক্ষ  জিম্বাবুয়ে, ১৮ সেপ্টেম্বর, ২০১২

নারী  টি টোয়েন্টি ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড), শ্যানেল ডালে (ওয়েস্ট ইন্ডিজ), ডিনড্রা ডোটিন (ওয়েস্ট ইন্ডিজ), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সারাহ টেইলর (ইংল্যান্ড), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ)।

আম্পায়ার: আলিম দার (পাকিস্তান), স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মরিস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা), ইয়ান গোল্ড (ইংল্যান্ড), টনি হিল (নিউজিল্যান্ড), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলব্রো (ইংল্যান্ড), নাইজেল লং (ইংল্যান্ড), ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রুড টাকার (অস্ট্রেলিয়া)।

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড: মাহেলা জয়বর্ধনে (শ্রীলংকা)- ২০১২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ৯১ রানে ব্যাটিং করার সময় উইকেট রক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে সাজঘরের পথে হাঁটতে থাকেন।

ফরহাদ রেজা (বাংলাদেশ): ২০১২ সালে শ্রীলঙ্কায় টি টুয়েন্টি ২০ বিশ্বকাপে পাকিস্তানি ওপেনার নাসির জামশেদের একটি ক্যাচ ধরার পরে তার পা বাউন্ডারি দড়ি স্পর্শ করেছে এবং বলটি ওভার বাউন্ডারি হয়েছে বলে সিগন্যাল দেন।

পিপলস চয়েস অ্যাওয়ার্ড: বিজয়ী : মহেন্দ্র সিং ধোনী (ভারত)।

টেস্ট দল (ব্যাটিং অর্ডার ক্রমানুসারে):
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড, অধিনায়ক), চেতেশ্বর পুজারা (ভারত), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), মাইকেল হাসি (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনী (ভারত, উইকেট রক্ষক), গ্রায়েম সোয়ান (ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জেমস এন্ডারসন (ইংল্যান্ড), ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা)।
দ্বাদশ ব্যক্তি : রবিচন্দ্রন অশ্বিন (ভারত)।

ওয়ানডে দল: (ব্যাটিং অর্ডার ক্রমানুসারে): তিলক রতেœ দিলশান (শ্রীলংকা), শিখর ধাওয়ান (ভারত), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনী (ভারত, অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিচন্দ্রন আশ্বিন (ভারত), সাইদ আজমল (পাকিস্তান), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জেমস এন্ডারসন (ইংল্যান্ড), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
দ্বাদশ ব্যক্তি : মিচেল ম্যাকক্লেনগান (নিউজিল্যান্ড)।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ : পররাষ্ট্রমন্ত্রী

‌‘নামাজ পড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে’

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

৪১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

আরও বাড়তে পারে গরম

ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু