বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পদত্যাগপত্র আ.লীগের অপপ্রচার: ফখরুল

Fakrul-3দল থেকে অব্যাহতি চেয়ে চেয়ারপার্সন কাছে দেয়া পদত্যাগপত্রকে আওয়ামী লীগের অপপ্রচার বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

‘সরকারের সঙ্গে গোপন চুক্তি করে বেগম খালেদা জিয়া নির্বাচন থেকে দূরে রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর! তাই দলের মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।’

 

সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফখরুলের এমন ‘অভিযোগ সম্বলিত পদত্যাগপত্র’ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা পর আজ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেয়া হয়েছে।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামের ফেসবুক আইডি থেকে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের অনলাইন কর্মীদের অবস্থা এতোই  শোচনীয় যে এখন আমার স্বাক্ষর নকল করে বিএনপির লেটারহেডেড ফটোশপ করে পদত্যাগের গুজব রটাতে হয়। এ মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নও দেখে তারা।’ ঢাকা টাইমস