রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয় দফায় পেছানো হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক জানান, ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
অব্যাহত সহিংসতার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা পেছানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
১৮ দল বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করায় দুপুরে ভর্তি কমিটির জরুরি সভা হয়।
এর আগে হরতালের কারণে ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি ১০ থেকে ১৪ নভেম্বর থেকে পিছিয়ে ৫ থেকে ৯ ডিসেম্বর করা হয়েছিল।