দিনব্যাপী রবীন্দ্র উৎসব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলপ্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী উৎসবে মাতল রবীন্দ্রপ্রেমীরা।
ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীতে তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে শুক্রবার রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ, নৃত্য ও প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) নূর মোহাম্মদ মজুমদার।
উৎসবের সমন্বয়ক দীপক চৌধুরী বাপ্পী ও সংগঠন পরিচালক মো. মনির হোসেন বাংলামেইলকে জানান, উৎসবে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন, ত্রিপুরার বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সংগঠক পিনাক পানি দেব, তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীর।
নিবেদিত কবিতা পাঠ করেন কবি মিলি চৌধুরী, কবি মহিবুর রহিম, কবি আমির হোসেন।
সুর সম্র্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মো. মোস্তফা জালাল দুই পর্বের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।