শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ

newyourk timesবাংলাদেশে রাজনৈতিক সংকট চলতে থাকলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মন্তব্য করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। ‘পলিটিকাল ক্রাইসিস ইন বাংলাদেশ’ শিরোনামে পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই অব্যাহত হরতালের কারণে বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছে। এসব হরতালে সহিংসতায় বিরোধী দলগুলোর শত শত কর্মী নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীদের। বিভিন্ন অপরাধ মামলায় আদালত বেশ কটি মৃত্যুদন্ড ঘোষণা করেছে। এই বিচার প্রক্রিয়া ও রায় বিচারের মৌলিক আদর্শকে বেশিরভাগ ক্ষেত্রেই অবজ্ঞা করেছে। দেশের আজকের এই সংকটটি মূলত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আগামী জানুয়ারির নির্বাচন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে মরিয়া শেখ হাসিনা (মিসেস হাসিনা)। আর এজন্যে যেকোন মূল্যে বিরোধী দলের সামনে তিনি নিজেকে নিরপেক্ষ বলে প্রমাণ করতে চান। ২০১১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ধারাটি সংবিধান থেকে তুলে দেন। এই সরকারের হাতেই নির্বাচনের আগে তিন মাসের জন্যে ক্ষমতা অর্পণ করা হতো। এর পরিবর্তে শেখ হাসিনা একটি ‘সর্বদলীয়’ সরকার গঠন করেছেন যার প্রধান তিনি নিজেই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে এই সরকার গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে বলা হয়, বিএনপির সাথে জোটবদ্ধ জামায়াতে ইসলামীকে আগামী নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ করেন এমন লোক যারা ১৯৭১ সালে পাকিস্তান থেকে পৃথক হওয়ার জন্যে যুদ্ধ করেছিলেন তাদের ভয়, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো দেশের ভিত্তির জন্যে হুমকিস্বরূপ। কিন্তু আগামী নির্বাচন থেকে বিরত রাখলে জামায়াতে ইসলামীর হতাশ নেতাকর্মীরা রাজপথে নামতে বাধ্য হবে। ১৯৭১-এ পাকিস্তানের সহায়তাকারীদের নৃশংসতার বিচার করার জন্যে ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনাল গঠন করা হয় মূলত বিরোধী দলের নেতাদেরকে নির্যাতন করার জন্যে। পত্রিকাটির মন্তব্য হল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, মানবাধিকার কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে এবং বিরোধী পক্ষের সঙ্গে একত্রে কাজ করে আগামী নির্বাচন আয়োজন করতে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী