শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ

newyourk timesবাংলাদেশে রাজনৈতিক সংকট চলতে থাকলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মন্তব্য করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। ‘পলিটিকাল ক্রাইসিস ইন বাংলাদেশ’ শিরোনামে পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই অব্যাহত হরতালের কারণে বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছে। এসব হরতালে সহিংসতায় বিরোধী দলগুলোর শত শত কর্মী নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীদের। বিভিন্ন অপরাধ মামলায় আদালত বেশ কটি মৃত্যুদন্ড ঘোষণা করেছে। এই বিচার প্রক্রিয়া ও রায় বিচারের মৌলিক আদর্শকে বেশিরভাগ ক্ষেত্রেই অবজ্ঞা করেছে। দেশের আজকের এই সংকটটি মূলত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আগামী জানুয়ারির নির্বাচন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে মরিয়া শেখ হাসিনা (মিসেস হাসিনা)। আর এজন্যে যেকোন মূল্যে বিরোধী দলের সামনে তিনি নিজেকে নিরপেক্ষ বলে প্রমাণ করতে চান। ২০১১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ধারাটি সংবিধান থেকে তুলে দেন। এই সরকারের হাতেই নির্বাচনের আগে তিন মাসের জন্যে ক্ষমতা অর্পণ করা হতো। এর পরিবর্তে শেখ হাসিনা একটি ‘সর্বদলীয়’ সরকার গঠন করেছেন যার প্রধান তিনি নিজেই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে এই সরকার গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে বলা হয়, বিএনপির সাথে জোটবদ্ধ জামায়াতে ইসলামীকে আগামী নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ করেন এমন লোক যারা ১৯৭১ সালে পাকিস্তান থেকে পৃথক হওয়ার জন্যে যুদ্ধ করেছিলেন তাদের ভয়, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো দেশের ভিত্তির জন্যে হুমকিস্বরূপ। কিন্তু আগামী নির্বাচন থেকে বিরত রাখলে জামায়াতে ইসলামীর হতাশ নেতাকর্মীরা রাজপথে নামতে বাধ্য হবে। ১৯৭১-এ পাকিস্তানের সহায়তাকারীদের নৃশংসতার বিচার করার জন্যে ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনাল গঠন করা হয় মূলত বিরোধী দলের নেতাদেরকে নির্যাতন করার জন্যে। পত্রিকাটির মন্তব্য হল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, মানবাধিকার কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে এবং বিরোধী পক্ষের সঙ্গে একত্রে কাজ করে আগামী নির্বাচন আয়োজন করতে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে।

এ জাতীয় আরও খবর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, সড়কে তীব্র যানজট-ভোগান্তি

ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ম্যাচ পরিত্যক্ত

১২ ট্রাক ইলিশ গেল ভারতে

রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

নতুন মডেলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫

রাজ যেসব অন্যায় করেছেন তাতে জেল হওয়ার কথা : পরীমণি

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান

জলবায়ু সংকট এড়াতে প্রধান অর্থনীতির দেশগুলোকে সৎ থাকতে হবে : প্রধানমন্ত্রী