সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দেশব্যাপী পরিবহন ধর্মঘট

Bus stopবিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। ধর্মঘটের ফলে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানীবাতে বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি চলাচল করলেও ভোগান্তির অন্ত নেই। ধর্মঘটের সুযোগে সিএনজি চালিত অটোরিকশা ও রিকাশার চালকরা ‘ভাড়া নৈরাজ্য’ চালাচ্ছে।

উল্লেখ্য, শিমুল বিশ্বাস সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে ১৪ নভেম্বর একই দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। তবে পরে তা স্থগিতও করা হয়।

ফেডারেশনের নেতারা জানান, শিমুল বিশ্বাসকে মুক্তি দেয়া হবে এমন আশ্বাস দেয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি অগ্রাহ্য করায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

এ জাতীয় আরও খবর