আগামী সপ্তাহে তফসিল ঘোষণা
আগামী সপ্তাহেই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ নিয়ে দু’এক দিনের মধ্যেই কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
শাহনেওয়াজ বলেন, ‘একজন কমিশনার দেশের বাইরে আছেন। সব কমিশনারকে নিয়েই তারিখ নির্ধারণের জন্য আমরা বৈঠকে বসবো। বৈঠকে ইসির কর্মকর্তারা থাকবেন। সময় ঘনিয়ে আসছে। আর দেরি করার কোনো কারণ নেই। দ্রুত তফসিল ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, বিদেশে অবস্থানরত কমিশনার আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন বলে জানা গেছে। বাংলামেইল।