মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

akh 16-11-13সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আখাউড়ায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় আখাউড়া পৌরশহরের সড়ক বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে, মিছিলটি পৌরশহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে। পৌর বিএনপি সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে পথসভায় সাবেক এমপি মুশফিকুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাত হোসেন লিটন, ছাত্রদল সভাপতি আল-আমীন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের।

এ জাতীয় আরও খবর